অবতক খবর ,সংবাদদাতা , মুর্শিদাবাদ :- লালগোলা পঞ্চায়েত সমিতির একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে , সোমবার লালগোলা বিডিও অফিস চত্বরে গণবিক্ষোভ প্রদর্শন করলো স্থানীয় টোটো চালকেরা। মূলত পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এলাকার টোটো চালকদের কাছ থেকে লাইসেন্স বিতরণের নামে ৫০০টাকা করে বিনা রশিদে আদায়ের অভিযোগ ওঠে। এই প্রতিবাদ জানাতে সোচ্চার হোন লালগোলার বিভিন্ন গ্রামের শয়ে শয়ে টোটো চালক। তাদের দাবি, করণা আবহে কোনরকম রোজগার না থাকার পরেও, তাদের কাছ থেকে জোরজবস্তি করে একতরফা সিদ্ধান্ত নিয়ে লাইসেন্সের নামে ৫০০ টাকা করে আদায় করছে , স্থানীয় লালগোলা পঞ্চায়েত সমিতি।
এরই প্রতিবাদ জানাতে এদিন স্থানীয় বিডি অফিস চত্বরে টোটো চালকের একত্রিত হয়ে অবস্থান বিক্ষোভ করে। টোটো চালকদের এই দাবিকে সমর্থন জানায় এলাকার কংগ্রেস নেতৃত্বও। এখানেই শেষ নয়, বিক্ষোভকারীদের আরোও অভিযোগ, ওই নির্দিষ্ট পরিমান টাকা না দিলে আগামী দিনে লালগোলায় রাস্তায় টোটো চালানোর ক্ষেত্রে তাদের বাধার মুখে পড়তে হবে বলেও পঞ্চায়েত সমিতির তরফ এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ওই বিক্ষোভকারীরা স্পষ্ট করে বলেন,যদি এই ৫০০ টাকা আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার না হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলন করবেন লালগোলার বুকে।