অবতক খবর , সংবাদদাতা, বহরমপুর :: মুর্শিদাবাদ নতুন গ্রাম অঞ্চল থেকে 50 জন তৃণমূল কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন। বহরমপুর জেলা কংগ্রেস এ অফিসে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি জানান যে এখন তৃণমূলের মিটিং এ আর কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, কোন আলোচনা নেই। শুধু কে কত পেল, কে কত নিলো, কে কোথায় গেল, এসব নিয়েই চলছে তাদের মধ্যে মারামারি। তাই এখন দিদিকে নতুন করে কাটমানির শেয়ার আবার ঠিক করে দিতে হবে নচেৎ তৃণমূল দল ই আর থাকবে না।

অন্যদিকে অধীর চৌধুরীর যোগদানকে ভাওতাবাজি বলে ব্যাখ্যা করেছেন মুর্শিদাবাদের অন্যতম তৃণমূলের কডিনেটর অশোক দাস। তিনি জানান অধীর চৌধুরী একজন মিথ্যাবাদী। বারে বারে মিথ্যা কথা বলে ভাবেন মানুষ সত্য মনে করছে কিন্তু তাকে সকলে বুঝে, চেনে, তাই যতবার ইমিথ্যা কথা বলুন না কেন তাতে কোন লাভ হবেনা।

অশোক দাস বলেন লেনাদেনার কথা তিনি ভাল বোঝেন। কারণেই লেনাদেনা প্রকৃত উদাহরণ তিনি। অশোক বাবু আরো বলেন মুর্শিদাবাদ মানুষকে অধীর চৌধুরী দেখিয়ে দিয়েছেন যে লেনাদেনা করে কিভাবে নিজের গুছিয়ে নেওয়া যায়। যে সিপিএমকে 34 বছর ধরে গালমন্দ করে গেলেন সেই সিপিএমের হাত ধরেছেন শুধু মাত্র এই লেনাদেনার জন্য।অশোক দাস এর দাবি অধীর চৌধুরী হচ্ছেন লেনাদেনার মাস্টার মশাই।