অবতক খবর , সংবাদদাতা ,সালানপুর:- আরো একবার নিজের দেওয়া কথা রাখলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।বিভিন্ন গ্রামে গ্রামে পরিদর্শন করতে গিয়ে স্থানীয় মানুষের চাহিদা ছিলো রাস্তায় সোলার স্ট্রিট লাইটের।
গ্রামের মানুষজনকে দেওয়া কথা পূরণ করলেন বিধায়ক বিধান উপাধ্যায়।বিধায়ক বিধান উপাধ্যায়ের উদ্যোগে ই.সি.এল সালানপুর এরিয়ার সি.এস.আর ফান্ড থেকে ১৮৪ টি সোলার লাইট ব্যাবস্থা করে সালানপুর ব্লকের ক্ষুদিকা, বাথানবাড়ি,হদলা,বাঁশকেটিয়া, ধনুড়ি,ধাগুড়ি,বৃন্দাবনি প্রভৃতি গ্রামে মোট ১৮৪টি সোলার লাইট লাগানোর কাজ শুরু হয়েছে।
এই প্রসঙ্গে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং জানান সালানপুর ব্লকের বিভিন্ন গ্রামের মানুষের বিধায়কের কাছে চাহিদা ছিলো রাস্তায় স্ট্রিট লাইটের ।
তাই বিধায়ক বিধান উপাধ্যায়ের উদ্যোগে ইসিএলের সিএসআর ফান্ড থেকে মোট ১৮৪ টি সোলার লাইট দেওয়া হয় এবং গত তিন দিন ধরে এই লাইট গুলি গ্রামে গ্রামে লাগানোর কাজ শুরু হয়েছে।