অবতক খবর , উৎপল রায়, জলপাইগুড়িঃ চায়ে পে চর্চায় বেরিয়ে স্থানীয়দের নানান অভাব- অভিযোগ-সমস্যার কথা শুনলেন জলপাইগুড়ির সাংসদ ড. জয়ন্ত কুমার রায়। এদিন সকাল সকাল জলপাইগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ড এবং তার পার্শ্ববর্তী এলাকায় মানুষজনদের সঙ্গে দেখা করলেন। রাস্তায় চা-দোকানদারের সঙ্গে বসে চা খেতে শুনলেন এলাকার সমস্যা।
এলাকার প্রবীণ মানুষদের স্বাস্থ্য বিষয়েও এদিন খোঁজ নেন সাংসদ । এদিন “চায়ে পে চর্চা”য় সাংসদের সঙ্গে হাজির ছিলেন বিজেপির স্থানীয় মন্ডল , ওয়ার্ডের কার্যকর্তারা। জানা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গে আসার খবর শুনেই করোনা থেকে সুস্থ হয়ে উঠে দিল্লি থেকে সোজা নিজের ক্ষেত্রে চলে এসেছেন। যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর বদলে আগামী ১৯ অক্টোবর উত্তরবঙ্গে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।