অবতক খবর,১৪ অক্টোবর: মহা করোনা কাল,এই সময়ে বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে, এই পুজোর রয়েছে আন্তর্জাতিক খ্যাতি। বাঙালির মানস মাতা উমা দুর্গা। দুর্গোৎসবে লোকারণ্য এবং আনন্দ একাকার।
যেহেতু এটি মহাকরোনা কাল,ফলত পৌরসভার পরিষেবা মূলক নাগরিক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এই জন্য পুজো কমিটিদের সঙ্গে পৌর কর্তৃপক্ষ আলোচনায় বসেন। পুজো পর্যায়কালীন কি কি সর্তকতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন পৌর কর্তৃপক্ষ। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ১৫টি পুজো কমিটির কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন পৌর চেয়ারপারসন সুদামা রায়, ইও তাপস মন্ডল, স্বাস্থ্য আধিকারিক গৌতম সাহা এবং পৌর প্রশাসন কমিটির সদস্য বৃন্দ মাখন সিনহা, অশোক মন্ডল প্রমুখ।
পৌর কর্তৃপক্ষের পক্ষে সমস্ত পুজো কমিটিকে জানিয়ে দেওয়া হয় যে,পুজো মন্ডপ খোলামেলা রাখতে হবে। শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে। পুজো কমিটির প্রতিটি সদস্যকে, স্বেচ্ছাসেবী বাহিনীকে এবং পুজো দর্শকদের প্রত্যেককেই আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে। বিস্তৃত অঞ্চলগুলিতে, পুজো মণ্ডপ সংলগ্ন অঞ্চলগুলিতে স্যানিটাইজেশন প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। কোনমতেই মণ্ডপে ভিড় করা চলবে না। সেদিকে কমিটিকে লক্ষ্য রাখতে হবে। এ বিষয়ে প্রশাসনিক কমিটিও নজরদারিতে থাকবেন। তারা পুজোর সময় প্রতিদিনই এ ব্যাপারে লক্ষ্য রাখবেন। এই বিষয়ে সরকারি নির্দেশিকার কপি প্রত্যেক পূজা কমিটির হাতে তুলে দেওয়া হয়। এবং অন্যান্য পুজোকমিটি যারা অনুপস্থিত তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরও পৌরনির্দেশ জানিয়ে দেবার জন্য উপস্থিত পুজো কমিটিগুলির কাছে আবেদন রাখেন পৌর কর্তৃপক্ষ।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, পৌর কর্তৃপক্ষ এই সময়ে করোনা তো বটেই এবং ডেঙ্গু সংক্রান্ত কী কী ব্যবস্থা নিয়েছেন সেই সমস্ত বিষয়েও কমিটিগুলিকে অবগত করেন। পৌর কর্তৃপক্ষের থেকে বারবার জানিয়ে দেওয়া হয়, যেহেতু পুজোর সময় ভিড় বাড়বেই, সংক্রমণ বৃদ্ধি স্বাভাবিক, ফলত করোনা সংক্রান্ত সমস্ত বিধিনিষেধগুলি আবশ্যিকভাবে পালন করতেই হবে। একথা পৌর কর্তৃপক্ষ বারবার পুজো কমিটিগুলিকে বুঝিয়ে দেন।