অবতক খবর , শিলিগুড়ি :     করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতে এবার বন্ধ থাকছে শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠ। প্রতি পুজোতেই এই মাঠে আড্ডা জমে আট থেকে আশি সকলের। তবে এবছর ছবিটা আলাদা। সেকারণেই অন্যান্যবারের মতো পুরো মাঠ খোলা থাকছে না বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা। মাঠে করা দেওয়া হবে ব্যারিকেড যেখানে থাকবে পানীয় জলের স্টল। অন্যান্য স্টলগুলি এবছর আর বসতে দেওয়া হবেনা। যেহেতু মাঠ প্রায় বেশিরভাগটাই বন্ধ থাকবে তাই এবছর জমায়েত বা আড্ডাটাও আর হবে না।

ক্লাবের তরফে জানানো হয়েছে এক্ষেত্রে পুলিশ, প্রশাসন যা সিদ্ধান্ত নেবে তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। তাই এবছর দূর্গাপুজোর প্ল্যানিং এ দাদাভাই মাঠের আড্ডাটা বাদ পড়তে চলেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে শহরের বড় পুজো কমিটিগুলোকে নিয়ে আলোচনায় পুলিশ জানিয়ে দিয়েছে মাঠে মেলা করা যাবেনা, ভিড় যাতে না জমে সেদিকেও নজর রাখা হবে।