অবতক খবর , সংবাদদাতা , মোথাবাড়ি :- কেন্দ্রের কৃষক বিরোধী বিল প্রত্যাহার ও হাথরস ধর্ষণকাণ্ডে , ধর্ষকদের ফাঁসির দাবিতে মোথাবাড়িতে জনসভা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের।
মোথাবাড়ি চৌরঙ্গি মোড়ে আয়োজিত সংখ্যালঘু সেলের জনসভায় বৃহস্পতিবার কেন্দ্রের বিরুদ্ধে একাধিক জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করা হয় এই মঞ্চ থেকে। কালিয়াচক-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যা লঘুসেলের উদ্যোগে মোথাবাড়ির ট্যাক্সি স্ট্যান্ডে এই সভায় বক্তব্য দিতে গিয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তথা সমাজসেবী হাফেজ মোহা: নজরুল ইসলাম বলেন, ‘দেশের কেন্দ্রীয় বিজেপি সরকার সাম্প্রদায়িক বিভাজন তৈরি করছে। জনস্বার্থ বিরোধী একাধিক বিষয়ে সরব হন। কার্যকলাপের মাধ্যমে আমরা উপলব্ধি করছি, আমাদের সকলতে সতর্ক থাকতে হবে। আমাদের মধ্যে ভাঙন ধরাতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার।
’ তিনি বলেন, ‘কোনও প্ররোচনায় পা নয়। শিক্ষা, ক্রীড়া, উন্নয়ন, প্রতিভার বিকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি, বিদ্বেষ দূরে সরিয়ে ভালোবাসার মশাল জ্বালিয়ে যেতে হবে আমাদের। সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। দলনেত্রী মমতা ব্যানার্জি সংখ্যালঘু শুধুই নয়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের নিয়ে একসাথে চলার ডাক দিয়েছেন।’
এদিন হাজির ছিলেন জেলার প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি, জেলা পরিষদ সদস্য স্বপন মিশ্র, সংস্লিষ্ট ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস, প্রবীণ নেতা স্থানীয় শিক্ষা কর্মাধ্যক্ষ আবদুল মজিদ, সংগঠনের ব্লক সভাপতি মোহা সাজিকুল আলম প্রমুখ । যুবনেতা হায়দার আলীর স্লোগান ও ভাষন সকলের নজর কাড়ে । এদিন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরীর উপস্থিতিতে যথেষ্ট উজ্জীবিত উদ্যোগতারা বলে সূত্রে জানা গেছে। প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরি ভাষনে কেন্দ্রের কৃষক বিরোধী বিল প্রত্যাহার চাই ,
এছাড়াও উত্তরপ্রদেশের হাথরসে ধর্ষণ কান্ডে ধর্ষকদের উপযুক্ত শাস্তির দাবি তোলেন। কেন্দ্রের জনস্বার্থ বিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। দেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান সেকথাও তিনি সকলের সামনে তুলে ধরেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের ভূয়সী প্রশংসা করেন। সভায় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।