অবতক খবর , শিলিগুড়ি :     শিলিগুড়িতে দিনের পর দিন বাড়ছে করোনা আর তাই পূজোর সময় আগাম সতর্ক থাকতে নির্দেশ দিলো প্রশাসন।কোনভাবেই যাতে সংক্রমন হাতের বাইরে না চলে যায় সেদিকে দৃষ্টি রাখতে কড়া সতর্কবার্তা জারী করতে চলেছে প্রশাসন। কোথাও যাতে বেশী জমায়েত না করা হয় এবং লোকজন যাতে এক জায়গাতে আটকিয়ে না থাকে তাও দেখতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। পূজোতে যাতে কোনভাবেই সংক্রমন নিয়ে কেউ বাইরে না বের হন সেটাও দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। আর সামান্য কয়েকদিধ পরেই পূজো। তাই পূজোতে যাতে কোন অঘটন না ঘটে সেদিকেও দৃষ্টি রাখছে প্রশাসন। এবারে শিলিগুড়ির বেশীরভাগ পূজোই হবে খোলা আকালের নীচে তাই সেদিকে তাকিয়েও বেশ কিছু নির্দেশিকা জারী করতে পারে প্রশাসন। পূজোর দিনগুলিতে কেমন ভীড় হতে পারে সেদিকে আন্দাজ করেই নিজেদের তৈরী রাখতে চলেছে প্রশাসন।

শিলিগুড়ির বেশ কয়েকটি বড় পূজোতে আলাদাভাবে পুলিশ মোতায়েন করা হবে নিরাপত্তার জন্য। শিলিগুড়ির বেশ কয়েকটি জায়গাতে প্রবেশপথের উপরে বিধিনিষেধ আরোপ করতে চলেছে প্রশাসন।পূজোর দিনগুলিতে সংক্রমনের ভয় থাকছে,সেকারনেই পূজোর প্রসতুতি আলাদাভাবে নিতে চলেছে শিলিগুড়ি পুরসভা। এমনিতেই ঔ আবহে বন্ধ সবকিছু।তাই পূজোতে মানুষ সবকিছু ভুলে আবার ঘুরতৈ

বেড়িয়ে গেলে অবস্থা ভয়াবহ হতে পারে। তাই পূজো থাকবে আবার থাকবে সাবধানতা আপাতত এই চিন্তা নিয়েই এগোতে চায় শিলিগুড়ির প্রশাসন।