অবতক খবর, সংবাদদাতা মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদ পৌরসভার প্রাঙ্গণে আয়োজিত প্রাক পুজো অনুদান কর্মসূচি এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে পৌর প্রশাসক বিপ্লব চক্রবর্তী কে ঢেলে সাটিফিকেট দিলেন তৃণমূল জেলা সভাপতি ও সাংসদ আবু তাহের খান এবং জেলার অন্যতম নেতা ও কোর্ডিনেটর অশোক দাস। দুই নেতাই পৌর প্রশাসক কে জেলার সর্বশ্রেষ্ঠ প্রশাসক এবং পৌর প্রধানের উপাধি দেন।

সাংসদ আবু তাহের খান জানান যে জেলার আটটি পৌরসভার মধ্যে সবচেয়ে ভালো ও উল্লেখযোগ্য উন্নয়ন করেছেন মুর্শিদাবাদ পৌর প্রধান ও বর্তমান পৌর প্রশাসক বিপ্লব চক্রবর্তী। তিনি আরো বলেন বিপ্লব চক্রবর্তী যে উন্নয়ন করে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে নাগরিক পরিষেবা দেওয়া যায়। তিনি বলেন মুর্শিদাবাদের ঐতিহাসিক অস্তবল মাঠ থেকে শুরু করে রাস্তাঘাট বিদ্যুৎ চুল্লি, পানীয় জলের প্লান্ট সহ বিভিন্ন পার্ক এর সৈন্দরজিকরণ যেভাবে এখানে হয়েছে তা জেলার মুখ উজ্জ্বল করেছে।

উল্লেখ্য গত রবিবার মুর্শিদাবাদ হাজার দুয়ারী দক্ষিণ দরজার ঘন্টাঘর মাঠে তৃণমূলের কর্মী সম্মেলনে বিপ্লব চক্রবর্তী ও তার অনুগামী 11 জন কাউন্সিলররা যোগদান করেননি এ নিয়ে তার বিরুদ্ধে দলবিরোধী তকমা দেওয়ার চেষ্টা করে তার বিরোধী গোষ্ঠী। কর্মী সম্মেলন মঞ্চে থেকে অনুপস্থিত নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার দাবি উঠে কিন্তু সেই মঞ্চেই জেলার অন্যতম কডিনেটর অশোক দাস বিপ্লব চক্রবর্তীর গুনোগান করে সকলকে চুপ করিয়ে দেন।

আজ তিনি বিপ্লব বাবুর অনুদান বিতরণ মঞ্চে দাঁড়িয়ে বলেন “কিছু কিছু অধীর চৌধুরীর দালালরা বিপ্লব চক্রবর্তী কে কোণঠাসা করার চেষ্টা করছেন। শুধু তাই নয় সেই দালালদের মাধ্যমে অধীর চৌধুরী দল ভাঙার লাগাতার চেষ্টা করে যাচ্ছে কিন্তু অধীর বাবু এই চালাকি আমরা কিছুতেই সফল হতে দেব না”।

তিনি আরো বলেন বিপ্লব চক্রবর্তী বাবাকে বামপন্থীরা খুন করেছে। অধীর চৌধুরী সেই বামপন্থীদের হাত ধরেই তিনি রাজনীতি করে চলেছেন তাই বিপ্লব চক্রবর্তী কিছুতেই তার বাবার খুনিদের সহযোগীকে হবেন না এটা তার দৃঢ় বিশ্বাস।

অনুদান ও বস্ত্র বিতরণ মঞ্চ থেকে 16 টি ওয়ার্ডের মোট 59 টি দুর্গা পুজো কমিটিকে 10,000 করে আর্থিক অনুদান এবং কুড়িটি করে পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের ব্যানার এবং 200 টি করে মাস্ক তুলে দেওয়া হয়। সাংসদ আবু তাহের খান সহ মঞ্চে উপস্থিত অতিথিরা এই পুজো কমিটির হাতে অনুদানের চেক এবং জিনিসপত্র তুলে দেন।

এছাড়া মঞ্চ থেকে শারদ সম্মান 2019 প্রদান করা হয়। এলাকার সবছে বেস্ট পুজো মণ্ডপ ও সাজ-সজ্জার জন্য কুর্মিতলা অগ্রদূত সংঘ কে প্রথম পুরস্কার উমরাওগঞ্জ দুর্গোৎসব সমিতি কে দ্বিতীয়, গোলাপ বাগান জনমঙ্গল সেবা সমিতি কে এবং চকবাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতি কে যৌথভাবে তৃতীয় পুরস্কার এবং নসিপুর সার্বজনীন দুর্গোৎসব সমিতি কে চতুর্থ পুরস্কারে সম্মানিত করা হয়।

সর্বোপরি পৌর প্রশাসক বিপ্লব চক্রবর্তী জানান পৌরসভাপক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও এই শারদ উৎসবে এলাকার প্রায় 2000 গরীব মহিলাদের হাতে নতুন পোশাক ও শাড়ি তুলে দিতে পেরে তারা ভীষণ আনন্দিত। তিনি বলেন মুর্শিদাবাদ পৌরসভাকে জেলার সবচেয়ে উন্নত এবং সবচেয়ে সুন্দর আধুনিক তম পৌরসভা গড়তে শপথ নিয়েছেন তিনি।

তিনি আরো বলেন উন্নয়নের জন্য কোনকিছুরই পরোয়া না করে তিনি কাজ করে যাবেন। তিনি সকল নেতৃত্বকে ধন্যবাদ জানান। বিশেষ করে সাংসদ এবং জেলা সভাপতি আবু তাহের খান ও তৃণমূল কডিনেটর অশোক দাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন যে তাদের উৎসাহ দানের ফলে তিনি আরো উন্নয়ন এর কাজ করতে মানসিকভাবে জোর পেয়েছেন আর তিনি কাজ করে যাবেন।