সম্পূর্ণ ভারত সাফাই অভিযান চলছে , চলবে..
চৈত্র সেল– ভারত
তমাল সাহা
ও! আমার এই ছোট্ট ঝুড়ি
তাতে আমি ভারত ভরি
মাথায় তুলে ফেরি করি
ভারত, নেবে গো ভারত!
এমন সুযোগ পাবে না আর
বলো ভাই! কী দাম দেবে?
জলদি ছুটে এসো তবে।
ভারত, নেবে গো ভারত!
দামে ভাই, খুবই সস্তা
না নিলে শুধুই পস্তা!
অনেক আছে কেনারাম
আমি শুধু বেচারাম।
বলো ভাই, কী দাম দেবে?
বেচে পাই একটু আরাম।
চলে যাবো বেনারস ধাম।
এই তো জীবন, ব্রাদার!
কী আর রবে আমার !
আমি সাধু ভোগুরাম
জয় শ্রীরাম! জয় শ্রীরাম!