বিশ্ব ক্ষুধা সূচক রিপোর্ট ৯ অক্টোবর’২০ শুক্রবার
জানাচ্ছে, বিশ্বের ১০৭ টি দেশের মধ্যে ভারত
৯৪-তম স্থান অর্জন করেছে। এই সূচক নির্ধারণে পাকিস্তান ও বাংলাদেশ ভারতকে হারিয়ে দিয়েছে।
ভাত-রুটি ও দারিদ্র্যকে বিষয় করে নোবেল পুরস্কার পেয়েছিলেন অমর্ত্য সেন। এবার তাকে ভিত্তি করেই ২০১৯-এ নোবেল পেলেন অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়। দুজনেই বাঙালি– এই কথাটা বলা সংকীর্ণতার পরিচয় হলেও রক্তের বন্ধনে, রক্তের টানে আমরা অহঙ্কারী এবং গর্বিত। তারা আজ আন্তর্জাতিক মানুষ। বাংলা তথা ভারতবর্ষের প্রতিনিধিত্ব করবে।
ভাত,রুটি ও নোবেল
তমাল সাহা
আমাদের তো খুব খিদে পায়!
তোমরা খেতে দাও আর না দাও
ভাত-রুটিই শেষপর্যন্ত জিতে যায়।
তারাগুলি ভাত হয়ে ফোটে
রুটিটা চাঁদ হয়ে ঝলসে ওঠে
আমাদের চোখের তারায়।
আমাদের এতো বোধ কোথায়?
ভাত ও রুটির এত গুরুত্ব,
গবেষণার কাজে লেগে যায়!
ভাত-রুটি, রুটি-ভাত লিখে
দুজন পেলেন নোবেল পুরস্কার।
দারিদ্র্য নিয়ে গবেষণা চলে
আমরা হা-ভাতে ভিখিরি,
পাবোনা একটুও নমস্কার!
তোমরা পেট ভরে ভাত খাও
সঙ্গে কতো কী!
ভাত-রুটি তো আমাদেরই বিষয়
আমরাই তো খিদে নিয়ে তার ভুক্তভোগী।
তোমরাই আমাদের হাত থেকে
ছিনিয়ে নিলে বিজয়।
দারিদ্র্য নিয়ে অনেক গবেষণা হল
তাতে কী! মিলছে কি ভাত?
নোবেলের সংবাদ পেলাম সকালে—
সংবাদপাতায়।
সে কী শোরগোল ভারত পাড়ায়!
যদিও দুঃখে কাটে আমাদের রাত
তোমাদের জানাই সুপ্রভাত।