অবতক খবর, শিব শংকর , বালুরঘাট :- করোনা সংকটের জেরে লকডাউন আর এই লকডাউন এর জেরে বাইরে রাজ্যে কাজ করতে যাওয়া অনেক শ্রমিক কাজ হারিয়েছে। কিন্তু হারিয়ে যাওয়া মানুষ ফিরে এলো তার নিজের পরিবারে , এমন এক ঘটনা চোখে পরলো দক্ষিন দিনাজপুর জেলায়। যেমন বালুরঘাট ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের ছাউনি পাড়া এলাকার বাসিন্দা গুলু মার্ডির পরিবার ফিরে পেয়েছে তাদের আপনজনকে। জানা গেছে বাইরে কাজ করতে গিয়ে হারিয়ে যায়। দীর্ঘ ১০ বছর তার কোন খোঁজ ছিলনা। এমত অবস্থায় তার পরিবারের লোকেরা তাকে ফিরে পাওয়ার হাল ছেড়ে দিয়েছিল।কিন্তু করোনা সংকট গুলুর মার্ডিকে ফিরিয়ে দিল তার পরিবারের কাছে।

পরিবার সূত্রে জানা গেছে গুলুর মার্ডি কানপুরে কাজ করতে গেলে সেখানকার একটি কারখানার মালিক তাকে আটকে রেখেছিল ১০ বছর যাবত। এরপর করোনা সংকটের জেরে যখন পরিযায়ী শ্রমিক দের বাড়ি পাঠিয়ে দিচ্ছিল সেখানকার মালিকপক্ষ ,তখন গুলো মার্ডি ছাড়া পায়। এরপর সে স্বহৃদয় শিক্ষক মহাশয়ের সাহায্যে চাইলে , ওই ব্যক্তি অনেক কষ্টে স্থানীয় বাসিন্দা বাপি সরকারের সঙ্গে যোগাযোগ করেন এরপর বাপি সরকার স্থানীয় পঞ্চায়েত এর সাহায্য নিয়ে নিজ উদ্যোগে গুলু মার্ডিকে বাড়ি ফিরিয়ে নিয়েছেন বলে জানা গেছে। দীর্ঘ১০ বছর পর আপনজনকে ফিরে পেয়ে খুশি যেমন গুলু মার্ডি।ঠিক তেমনি খুশি তার পরিবারের লোকেরাও। দীর্ঘ দশ বছর পর গুলু মার্ডিকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে যারা তাদের সাহায্য করেছে তাদের প্রত্যেককেই গুলু মার্ডি ও তার পরিবার ধন্যবাদ জানিয়েছেন।