অবতক খবর , শিব শংকর ,দক্ষিণ দিনাজপুর :- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে অবস্থিত শুভায়ন হোমের আবাসিকদের হাতে আজ ২১ শে অক্টোবর পূজোর নতুন বস্ত্র তুলে দেন , দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক কর্তারা। আজ একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুভায়ন হোমে জেলার জেলাশাসক নিখিল নির্মল, অতিরিক্ত জেলা শাসক প্রণব ঘোষ ও বালুরঘাট মহাকুমার মহকুমা শাসক বিশ্বরঞ্জন মুখার্জি আবাসিকদের হাতে নতুন বস্ত্র তুলে দেন।
প্রতিবছর জেলা প্রশাসনিক কর্তারা এই হোমের আবাসিকদের পুজো দেখার ব্যবস্থা করে থাকেন। কিন্তু এই বছর করোনা সংকটের জেরে সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসনিক কর্তারা সেই অনুষ্ঠান করবেন না বলে জানিয়েছেন। তার বদলে এই বছর হোমের মধ্যেই আবাসিকরা নিজেদের মধ্যে ইনডোর আউটডোর গেমের আয়োজন বলে জানা গেছে।
আজকের এই নতুন বস্ত্র প্রদান অনুষ্ঠানে হোমের আবাসিকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি আবাসিকদের মুখে হাসি ফোটাতে জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার মানুষ।