অবতক খবর ,সম্পা ভট্টাচার্য : জলপাইগুড়ি :- একটি দলছুট হস্তিশাবককে নিয়ে দিনভর হুলুস্থুলু চললো মাল মহকুমার মেটেলি ব্লকের আইভিল চা বাগানে।চাবাগানের মধ্যে আটকে থাকা হস্তিশাবকটিকে সামলাতে রীতিমত হিমশিম খেতে হলো বনদপ্তরকে।অবশেষে আনতে হল গরুমারার দুই কুনকি হাতি ভোলানাথ ও বর্ষণকে।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে মাল ৪৬ ব্যাটালিয়নের এস এস বি জওয়ান এবং মেটেলি থানার পুলিশ।
বুধবার সকালে চালসা মেটেলি রাজ্য সড়কের আইভিল মোড় সংলগ্ন এলাকায় প্রায় ২০-২৫ টি হাতির একটি দল আটকে পড়ে।দলের অন্য সব হাতি সকালেই রাজ্য সড়ক পেরিয়ে ইনডং চা বাগান হয়ে চাপরামারি জঙ্গলে চলে গেলেও একটি শাবক আটকে পড়ে চাবাগানে।এলাকায় মানুষের ভিড় থাকায় শাবকটি দলের সাথে যেতে পারেনি।
শাবকটি দলছুট হয়ে বাগানের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ঘুরতে থাকে।একসময় সেটি চলে যায় নাগেশ্বরী চা বাগানে।সেখান থেকে চলে আসে আইভীল চা বাগানের একটি ঝোপের মধ্যে।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গরুমারার এ ডি এফ ও জন্মঞ্জয় পাল, খুনিয়া স্কোয়াডের রেঞ্জার রাজকুমার লায়েক সহ অন্যান্যরা।অবশেষ গরুমারা থেকে নিয়ে আসা হয় কুনকি হাতিদের।
হাতির পিঠে চড়ে এ ডি এফ ও ও রেঞ্জার হস্তী শাবকের খুব কাছে যান।এটির ওপর নজর রাখা হয়।আসেন পশু চিকিৎসক স্বেতা মন্ডল।এ ডি এফ ও জন্মঞ্জয় পাল বলেন,কুনকি হাতির সাহায্যে হস্তিশাবকটির ওপর নজর রাখা হচ্ছে।শাবকটি সুস্থ আছে।সন্ধ্যার পর একে জঙ্গলে পাঠানোর চেষ্টা করা হবে।