শিল্পের উদ্ভাবনী শক্তিতে বাংলা প্রথম তা বিশ্ব জেনে গিয়েছে।চপ শিল্পের পর দুর্গা বিপণন শিল্পে বাংলা এখন শীর্ষে। শীঘ্রই দুর্গাশ্রী প্রকল্প ঘোষিত হবে।
দুর্গা বিপণনে ৩৭হাজার ক্লাবকে তিনি দিয়েছেন ১৮৫ কোটি টাকা। প্রশ্ন উঠেছে এতে কে অপমানিত মা দুর্গা, না মমতা ব্যানার্জি?

দুর্গা বিক্রি /তমাল সাহা

নেতা-রাষ্ট্র নেতারা
জারি করেছে ডিক্রি।
জানি,বিদ্বজ্জন কেনা যায়
এখন মা-ও হয়ে যায় বিক্রি।
এখনও তুমি করে যাবে পূজা?
উনি নাকি অস্ত্র হাতে দশভূজা!

উনিও দস্যু-দুষ্কৃতীর মদতে রাজি,
নাহলে ওনাকে পণ্য করে
কি করে চলে কামাইবাজি?
মন্ডপে মা ত্রিশূলহাতে
অগ্নিনিক্ষিপ্ত ত্রিনয়নী।
সে দেখতে পারে চোখের সামনে
বেআইনি অর্থের আমদানি?

যদি সত্যিই উনি দুর্নীতিদুর্গতিনাশিনী
তবে কি উনি অন্ধ!
দেখতে পান না মানুষের দীর্ঘ প্রতীক্ষা,
ঘন্টার পর ঘন্টা লাইন?
শ্রদ্ধা ভক্তি দূরে চলে যায়…
কারা কেন ভাঙছে আইন?

আসলে উনি অন্যায়ের প্রশ্রয়দাত্রী,
আছেন রসে বশে রঙ্গে,
নাহলে ক্ষোভে যন্ত্রণায় কবেই বেরিয়ে পড়তেন মন্ডপ ছেড়ে প্যান্ডেল ভেঙ্গে।

এদিকে
কৈলাসে এখন চরম উত্তেজনা–
সংবাদ শুনে নটরাজ আবার রুদ্র।
তোলপাড় আকাশ বাতাস সমুদ্র।
সেবারও
দক্ষকন‍্যা অপমানিত বাপের বাড়ি।
তোকে দেখিয়ে ব‍্যবসা!
এবার তুই ফিরে আয়,পারু!
দ‍্যাখ তোর কি করি?
আর যেতে দেবোনা মর্ত‍্যে
পা-য়ে বেঁধে দেবো শেকল বেড়ি।