পাঁচ টাকার কলম আর তিনশ নিরানব্বই টাকার রিচার্জের মুখে কি ডিনামাইট বসানো আছে?কলম কি বলছে শুনুন।
ডিনামাইট চার্জ
তমাল সাহা
পাঁচ টাকার কলম,
তিনশ নিরানব্বই টাকার রিচার্জ
কতদূর যায়…
আর এও জানিনা
কত মানুষের কাছে যায়!
তবে যায় তো কারুর কাছে–
এইসব দেখে কারা ঘাবড়ায়, পরশ্রীকাতরতায় নাচে?
কলমের শব্দ তো
মানুষের কাছে ছুটে যায়।
তা যেন বাজের শব্দ!
কারো ঘাড়ে পড়ে,
হতাশা ও হিংসায় কেউ কেউ
জ্বলেপুড়ে মরে।
জমে উঠেছে নাচ–
অনেক নেতা ও পত্রাকার হাতেহাত
পাশাপাশি হাঁটে।
কে কার দালাল বোঝা বড় দায়!
পাঁচ টাকার কলম,
তিনশ নিরানব্বই টাকার রিচার্জ
বড় সাংঘাতিক!বহুদূর যায়।
রবীন্দ্রনাথ লিখতেন খাগের
কলমে, নজরুল, সুকান্তের হাতেও ছিল
বল্লম নয়,কলম– কত দামের নেই জানা।
তবে, কলমজাত শব্দের মূল্য অপরিমেয়।
বল্লমের আস্ফালনই সার
কলম কখনো হয়নি হেয়!
রিচার্জ ছিল না তখন,
কলমের মুখে বসানো ছিল
ডিনামাইট চার্জ।
যুগে যুগে
পাঁচের চেয়েও কমদামি কলম
হটিয়েছে একের পর এক শাসক,
করেছে ক্ষমতা থেকে ডিসচার্জ।
নেতা করবে নেতার কাজ,
দালাল তো করবেই দালালি,
কলম করবে কলমের কাজ–
আরে,লড়ে যা কলম তুই!
পেছনে তাকাবি কেন,
কি তুই হারালি?