অবতক খবর, ২৬ অক্টোবরঃ যে কোনো বিপর্যয়ই মানুষের সামাজিক দায়বদ্ধতা বাড়িয়ে দেয়, সারা বছর ধরে প্রান্তিক দরিদ্র পরিবারের নিরন্নমুখগুলোর পাশে সাধ্যমতো আহার, চিকিৎসা, বস্ত্র, অস্থায়ী বাসস্থানের জোগাড় করে দেওয়া বর্তমান সমাজে এক কঠিন দায়িত্ব।

শুধুই কি পেটে ভাতে মানুষের জীবন, বড় উৎসবের আনন্দে দরিদ্র মানুষ নিজেকে উপভোগী করার মনের খিদেটাও ছেঁড়া কাপড়েই মেটাতে চায়, তাই দুর্গোৎসবের আনন্দে প্রতিবছরই শত কাজের মাঝে অনাথ বৃদ্ধাশ্রমে বৃদ্ধা মায়েদের জন্য কিছু রসদ, খাদ্য ও নতুন বস্ত্র নিয়ে, পুজোর আনন্দ দিতে,কিছুটা সময় সন্তানের দায়িত্ব পালন করতে এগিয়ে আসেন প্রতিবন্ধী সমাজকর্মী অমিতাভ মিত্র।

এবার তিনি কাটাগঞ্জ নির্মল মোড়ে বৃদ্ধাশ্রমের মানুষের পাশে দাঁড়ালেন। তাঁদের হাতে তুলে দিলেন বস্ত্রসহ অন্যান্য সামগ্রী।