অবতক খবর, সংবাদদাতা , বসিরহাট :: ইছামতি দূষণ রোধ করতে নদীর চরিত্র ঠিক রুখতে ভোর রাতে থেকে কাঠামো তোলা কাজ শুরু করল বসিরহাট পৌরসভা।এই মহাকুমায় ১০৯৬ টা বারোয়ারি ক্লাবের সঙ্গে সঙ্গে জমিদারবাড়ির দেবী বিসর্জন প্রায় ৯০% হয়ে গেছে।যার যেরে পৌরসভা যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে।
ইচ্ছামতী, রায়মঙ্গল, সাহেব খালি, ছোট কলাগাছি নদী থেকে শুরু করেছে কাঠামো তোলার কাজ। বসিরহাট হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সরুপনগর, বাদুড়িয়া, হাড়োয়া, নেজাট সহ প্রতিটি নদীর ঘাটে থেকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে বসিরহাট পৌরসভা।
পৌরসভার প্রশাসক তপন সরকার বলেন পুজোর আগে থেকেই আমাদের নদী থেকে কাঠামো তোলার একটা রূপরেখা তৈরি হয়েছিল ।যার জন্য একদিকে পৌর কর্মী অন্যদিকে শ্রমিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ প্রায় সম্পূর্ণ শেষ হয়েছে ।বাকি ১০% এর কাজ চলছে।এবার যে প্রশাসন করোনা আবহাওয়া অনেকটাই কঠোর। তা কাজের মধ্য দিয়ে উঠে আসছে, এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পরিবেশবিদ থেকে বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ।