অবতক খবর, পিন্টু প্যাটেল , পূর্ব বর্ধমান :- পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় গোল্ড লোন সংস্থাগুলোতে পরিদর্শনে যান, পূর্ব বর্ধমান জেলা পুলিশ, ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার কল্যান সিনহারায়, ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র,বর্ধমান থানার আইসি পিন্টু সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
মূলত কলকাতা বর্ধমান বিভিন্ন জায়গায় যে সমস্ত বেসরকারি গোল্ড লোন গুলো রয়েছে সেখানে চুরি ছিনতাই ঘটনা ঘটেছে, তার জেরে পূর্ব বর্ধমান পুলিশ অনেকটাই সফল হয়েছে তাদেরকে ধরতে।
কিন্তু বারবার এরকম হচ্ছে কেন, তার জন্যই পরিদর্শন করে দেখা হয় কিকি নিরাপত্তা রয়েছে না রয়েছে। নিরাপত্তাকর্মী কজন রয়েছেন সিসি ক্যামেরা আছে কিনা, ঠিকঠাকভাবে তালা বন্ধ থাকছে কি না, ভেতরে কতজন নিরাপত্তা কর্মী রয়েছেন, বাইরে কতজন নিরাপত্তা কর্মী রয়েছেন সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হয় পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে।