বিহারে চলছে ভোট। ভোট পণ্য। মানুষকে করো সওদা।ক্ষমতা চাই! ক্ষমতা! গদি চাই! গদি! মদ দিয়ে মাতাল করে দাও। ভোট লাও

নরকে যাবো
তমাল সাহা

কোনো অক্ষরজীবী কি
নিজেকে গালি দেয়?
নিজেকে বলে গাড়ল হারামি!
আমি শালা নিজেকে বলি ভেড়ুয়া
এই আমার জন্মভূমি!

ভোট শালা এতো দামি!
ভোট কেনো, মানুষকে সওদা করো।
হাভাতেকে বিলি করো কারণ।
জিতে যাবে তুমি ঠিক,
পেয়ে যাবে বিজয়ীর আসন।

হে বসুমতী, বলো কি আর চাবো!
দ্বিধা কেন? দুভাগ হও মাতা।
আমি নরকে যাবো।