অবতক খবর , জলপাইগুড়িঃ    কালী পুজোর খুঁটি পুজো হল জলপাইগুড়ি দাদা ভাই ক্লাবের । দুর্গা পুজো শেষ হতে না হতেই কালীপুজোর খুঁটি পুজো হয়ে গেল জলপাইগুড়িতে। বৃহস্পতিবার ৪৩ তম খুঁটি পুজো হল দাদা ভাই ক্লাবের।

এবারে করোনা আবহে দাদা ভাই ক্লাবের থিম পরিবেশ বান্ধব। মেদিনীপুর তমলুকের মন্ডপ সজ্জা থাকছে এবারে পুজোয়। ১৫ লক্ষ টাকা আনুমানিকভাবে বাজেট রাখা হয়েছে বলে উদ্দোক্তারা জানান। এবছর করোনা পরিস্থিতির জন্য বাজেট অনেকটাই কমিয়ে আনা হয়েছে বলে জানান দাদা ভাই ক্লাবের সম্পাদক তপন ব‍্যানার্জী ।

তিনি বলেন , এবছর করোনা পরিস্থিতির জন্য মণ্ডপসজ্জা একেবারেই অন‍্যভাবে করা হচ্ছে। মণ্ডপে‌র বাইরে থেকে‌ই দর্শনার্থীদের পুজো দেখা‌র ব‍্যবস্থা করা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়া‌র শিল্পী টোটন মান্না এবার মণ্ডপ সজ্জার কাজ করছেন। গাছপালা, মানুষ ও বিভিন্ন প্রজাতির জীবজন্তু‌দের নিয়ে সাজিয়ে তোলা হচ্ছে পরিবেশ বান্ধব পুজো মণ্ডপ।