অবতক খবর , সুজিত , হুগলি :- ট্রেন চলার সবুজ সংকেত এখনো মেলেনি।তবে মার্চে লকডাউনের পর যখন আবার শহরতলির ট্রেন পরিষেবা চালু হবে , ব্যান্ডেলের যাত্রীরা পাবেন দুটি এস্কেলেটর।

এখন সিঁড়ি ভেঙে ফুট ওভার ব্রিজ পেরিয়ে অথবা সাবওয়ের সিঁড়ি দিয়ে প্লাটফর্মে উঠে ট্রেন ধরতে হয় যাত্রীদের।এস্কেলেটরে সুবিধা হবে যাত্রীদের।

হুগলি জেলার সবচেয়ে বড় জংশন স্টেশন ব্যান্ডেল।হাওড়া, বর্ধমান,কাটোয়া ও নৈহাটি যাওয়ার লাইন রয়েছে।অনেক দূরপাল্লার ট্রেন দাঁড়ায়।সাতটা প্লাটফর্ম আছে ব্যান্ডেলে।কয়েক হাজার যাত্রী রোজ যাতায়াত করে এই স্টেশন দিয়ে।চলমান সিঁড়িতে যাত্রীদের উপকার হবে।