অবতক খবর , বিজু , বর্ধমান :- আসানসোলের রেলপারের ন্যাশন্যাল ম্যারেজ হল এলাকায় পানীয় জলের রিজারভার তৈরির জন্য জায়গা পরিদর্শন করলেন পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি।
এদিন তিনি ওই এলাকায় গিয়ে সরজমিনে জায়গা পরিদর্শন করেন। জানা গিয়েছে, আসানসোল রেলপার এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সম্যসা রয়েছে।সমাধানের জন্য পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের মাইনরিটি সেলের চেয়ারম্যান গোলাম সরোবর পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারিকে লিখিত ভাবে জানিয়ে ছিলেন।
সেই মতো এদিন জিতেন্দ্র তিওয়ারি এলাকা পরিদর্শন করতে আসেন। এদিনের পরিদর্শনে পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি ছাড়াও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের মাইনরিটি সেলের চেয়ারম্যান গোলাম সরোবর, প্রাক্তন কাউন্সিলার হাজি নাসিম আনসারি সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।
পৌরনিগমেরপ্রশাসক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি জানান 2 কোটি টাকা ব্যয়ে এখানে পানীয় জলের রিজারভার তৈরি করা হবে এবং আগামী এক মাসের মধ্যে কাজ হবে। এই খবরে খুশি রেলপার এলাকার মানুষ।