৩ নভেম্বর ছিল ভারতবর্ষের জনাবাদী কবির জন্মদিন ।
২ বছরের অধিককাল তিনি জেল গেটে ইতিহাস তৈরি করতে চলেছেন। তিনি অশীতিপর করোনা আক্রান্ত কবি, তাঁর মুক্তি চাই
এদেশে কি জরুরি অবস্থা চলছে? কবি ভারভারা রাও- এর মুক্তি চাই
কবিকে চুম্বন
তমাল সাহা
কবিকে আমি নিজের চোখে দেখেছি,
কবির সঙ্গে আমি কথাও বলেছি—
কলকাতায়।
আমি জানতাম এ কবি গ্ৰেপ্তার হবেনই।
উনি একজন ভয়ঙ্কর অগ্নিস্রাবী কবি।
ওনার পাশে থাকা মানেই
আগুনের পাশে থাকা।
যেটা এতদিন বলিনি—
ওনার সঙ্গে কারবাইন ছিল
ওনার সঙ্গে কালাশনিকভ ছিল
ওনার দেশের বাড়ির ঘরে
মস্ত কামানও মজুত ছিল
আমি স্বচক্ষে দেখে এসেছি।
তার লাইব্রেরির প্রতিটি তাকেই ছিল
সালফার বারুদের গন্ধ।
তিনি আমাকে দেখিয়েছিলেন একটা সামান্য যন্ত্র—
কখন কীভাবে
কারবাইন, কালাশনিকভ ও কামান
হয়ে যায়…
এবং তা মানুষের পক্ষে কথা বলে।
তিনি বামদিকের বুক পকেটে সেটি মাথাউঁচু ভঙ্গিতে রাখতেন
এবং সর্বত্রই সেটি নিয়ে যেতেন।
যিনি এমন ভয়ঙ্কর অস্ত্রী, তিনি যত বড়ই কবি হোন না কেন
তাকে রাষ্ট্র গ্ৰেপ্তার করবে নাতো কি চুম্বন করবে?