অবতক খবর, রাজীব মুখার্জী, হাওড়া :- বেতনের দাবিতে ফের বিক্ষোভ হুগলি জলপথ পরিবহনে। আজ বেলা একটা নাগাদ হাওড়া জেটি ঘাট সংলগ্ন জলপথ পরিবহন ভবনের সামনে বিক্ষোভ দেখান কর্মীদের একাংশ। তাদের দাবি, দীর্ঘ হীন অবস্থায় কাজ করেছেন তারা। এরপর রাজ্য সরকারের তরফে দু’কোটি টাকা তাদের সাহায্য করা হয়।
তারপর এক মাসের বেতন পেলে ও পুজোর বোনাস সহ আরও বেশ কিছুটা বেতন বকেয়া রয়েছে। অবিলম্বে তাদের প্রাপ্য সেই টাকা মিটিয়ে দিতে হবে। কারণ এমনিতেই লকডাউন এর লঞ্চ বন্ধ থাকায় তারা আর্থিকভাবে বিপর্যস্ত। এমতাবস্থায় বেতনহীন থাকার কারণে তাদের সংসার কার্যত বিপদের সম্মুখে।
পাশাপাশি তারা আরও জানিয়েছেন, রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায় এর কাছে তারা দরবার করেছেন এর আগে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কোন ফল তারা পাননি। এর পাশাপাশি জনপদ পরিবহনের অ্যাডমিনিস্ট্রেটর তাদের সঙ্গে দেখা করছেন না। তাই সব মিলিয়ে তাদের বেতন প্রক্রিয়া এখন কার্যত বিশবাঁও জলে।