এই দেশ আমার? এই দেশ তোমার? নেতারা যা ইচ্ছে তাই করছে! আমরা কি শুধু নাটক দেখেই যাবো?
সাম্প্রতিকী
তমাল সাহা
(এক)
ভোট নৌকো
কেতাদুরস্ত এইসব ভোটারু নেতা
খদ্দরের লম্বা হাতা।
হাতে হিসেবের খাতা।
খেজুর গাছে ঝুলছে রসের হাঁড়ি
নেতা ঘুরছে, দিচ্ছে চক্কর
আদিবাসী দলিত মতুয়া বাড়ি।
ভোটের নৌকো দিতে হবে পাড়ি।
(দুই)
বাবারে বাবা
স্বরাষ্ট্রমন্ত্রী নেমন্তন্ন খেতে এসেছেন
খান, এ কী রে বাবা!
বাঁকুড়া,পুরুলিয়ায়
সিআরপি দিয়ে হচ্ছে রেড
আমার চোখ যে লাল জবা!
আমরা মানুষ সাধারণ
খুবই হাবাগোবা।
বুঝিনা কিছুই—
ভবা বলে গিয়েছেন,
ভাবা প্র্যাক্টিস করো, ভাবা।
(তিন)
শালার দেশ
এই তো শালার দেশ!
এরা নেতা, না মদন?
ভোটের সঙ্গে মিশেছে দারু
এবার বাড়ি বাড়ি ভোজন।
পাতপেতে পেট নাচিয়ে ভোজ
ক্ষমতায় এসে
জনতার পশ্চাৎ মারো রোজ।