অবতক খবর ,রাজীব মুখার্জী, হাওড়া :- নেই কোনো দলীয় প্রতীক। কিন্তু তিনিই আছেন স্বহিমায়। সাথে নেই দলনেত্রীর ছবিও। এভাবেই হাওড়ার উলুবেরিয়া র গঙ্গারামপুরে উদয় হলেন তিনি। হ্যাঁ, রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সবটাই দাদার অনুগামীর , দলীয় প্রতীকবিহীন পোষ্টারের মধ্য দিয়ে। এই পোস্টার এখন এটাই চর্চার বিষয় হয়ে উঠেছে। তবে পূর্ব মেদিনীপুর ছেড়ে হাওড়া জেলায় পোস্টার পড়ায় শুভেন্দুর ব্যাপ্তি নিয়ে ভাবাচ্ছে ঘাসফুল শিবিরকে।
দেখা গেল, আজ সকালে উলুবেড়িয়া র গঙ্গারামপুরে একটি চায়ের দোকানের মাথায় শুভেন্দু অধিকারীর ছবি–সহ একটি পোস্টার টাঙানো হয়েছে। পোস্টারটি নজরে আসে স্থানীয় মানুষের। কিন্তু কে এই পোস্টার টি টাঙালো সেই নিয়ে আরও চর্চা তুঙ্গে উঠেছে। সম্প্রতি দুই মেদিনীপুর সহ উত্তর ২৪ পরগনার সদর বারাসাতের ডাকবাংলো মোড় থেকে হেলা বটতলা মোড় পর্যন্ত ৩৪ নম্বর জাতীয় সড়কের রাস্তার ধারে এই ভ্যান চালক পোস্টারে পোস্টারে শুভেন্দু অধিকারীর ছবি–সহ ব্যানার টাঙানো হয়। তবে হাওড়া জেলায় এহেন শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে ‘আমরা দাদার অনুগামী’ নামাঙ্কিত পোস্টারে কৌতুহলের সৃষ্টি হয়েছে।