অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- করোনার প্রভাবে কপালে চিন্তার ভাঁজ কালী পূজো, তাই এই সময়টা মৃৎ শিল্পীরা ব্যাস্ত থেকে মাটির প্রদীপ বানাতে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এবার আতোস বাজী বন্ধ,অথচ মৃৎ শিল্পীদের হাতে বানানো প্রদীপ এর এখনো পর্যন্ত কোন অর্ডার নেই। প্রত্যেক বছর যে ভাবে প্রদীপ অর্ডার হয় এবং বানানো হয় সেই তুলনায় এই বছর কিছুই নেই।

ফরাক্কার মৃৎ শিল্পীরা জানাই প্রতি বছর যে তুলনায় প্রদীপ বানানো হয় বা বাইরে থেকে যেই ভাবে অর্ডার আসতো সেই তুলনায় এই বছর সেই রকম এখনো প্রযন্ত কোনো অর্ডার পাই নি।

 

ফলে আগে যেখানে ৫০ থেকে ৬০ হাজার প্রদীপ বানানো হতো এই বছর ২০ থেকে ২৫ হাজার প্রদীপ বানানো হয়েছে, তাও আবার এই প্রদীপ গুলো বাজারে বিক্রি হবে কি না সেই দিকেও কপালে চিন্তার ভাঁজ ফরাক্কার মৃৎ শিল্পীদের।

কারণ এখন রং বেরঙের লাইট বাজারে আশায় প্রদীপের বিক্রি অনেক কমে যাচ্ছে, যে সব প্রদীপ তৈরি হচ্ছে বাইরে থেকে অনেক পাইকারীরা নিতে আসতো কিন্তু এই বছর কোন পাইকারী এখনো আসে নি।

কি করবে বুঝে উঠতে পারছে না মৃৎ শিল্পীরা,এই মহামারীর সময় সরকার যদি একটু পাশে দাঁড়ায় তাহলে অনেক উপকৃত হতো বলে জানান তারা।