অবতক খবর , বিজু , বর্ধমান :- পশ্চিম বর্ধমান জেলায় যেভাবে আসানসোল-দুর্গাপুর মানুষের ভিড় বাড়ছে এভাবে লাফিয়ে লাফিয়ে করণা রোগী বাড়ছে যদি প্রশাসন এবং এলাকাবাসী না বুঝে তাহলে এই সংখ্যাটা আর বড় জায়গা নিয়ে নেবে তার জন্য প্রশাসনকে উদ্যোগী হতে হবে এবং তার সাথে সাথে এলাকাবাসীদের কেউ সরকারি নিয়ম ভেঙ্গে মানুষের জন্য অনেক বিপদ আসতে পারে।

Images of the new coronavirus

রাজ্য স্বাস্থ্য দফতরের কোভিড 19 বুলেটিনে ৯ই  সেপ্টেম্বর প্রকাশিত সরকারি রির্পোট অনুযায়ী ৮ই  সেপ্টেম্বর  পর্যন্ত আপডেট রিপোর্ট অনুযায় , পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে ১১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।জেলায় আজ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১২৭৮  জন। জানা গিয়েছে, এদিন রাজ্য স্বাস্থ্য দফতরের কোভিভ 19 বুলেটিনের ভিত্তিতে পশ্চিম বর্ধমান জেলায় আজ নতুন করে ১১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্তর সংখ্যা ১১২৭৮  জন হয়েছে।তবে করোনা থেকে সুস্থ হয়ে আজ বাড়ি ফিরেছেন ১৩৭ জন। আজ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০২২৮ জন। আজকে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে  ।তবে আজ পর্যন্ত এই জেলায় মোট ১১০ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আজ পর্যন্ত জেলায় মোট অ্যাকটিভ কেশ ৯৪০ রয়েছে।