অবতক খবর,সম্পা ভট্টাচার্য , জলপাইগুড়ি :-  একটি বিশালাকার কিং কোবরা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নাগরাকাটায় । বুধবার ঘটনাটি ঘটেছে নাগরাকাটার সুলকাপাড়ার ডাঙ্গাপাড়া এলাকায়।এদিন খবর পেয়ে ১৩ ফুট লম্বা কিং কোবরাটি উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেয় নাগরাকাটার সর্পপ্রেমী সৈয়দ নইম বাবুন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এই এলাকার একটি বাড়ির রান্নাঘরের সিলিংয়ে কিং কোবরাটিকে প্রথমে দেখা যায়। এরপর সেখান থেকে নেমে সেটি চলে আসে মহম্মদ আইজুল নামে এক ব্যাক্তির বাড়ির সামনে।

খবর পেয়ে বাবুন সেখানে পৌঁছে সাপটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেয়। পরে সেটিকে লাটাগুড়ির প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে পাঠানো হয়। বন্যপ্রাণ শাখার খুনিয়া রেঞ্জের রেঞ্জ অফিসার রাজ কুমার লায়েক বলেন, ‘কিং কোবরাটির শরীরে আঘাত রয়েছে। সেটির চিকিৎসা চলছে লাটাগুড়িতে ।’