অবতক খবর,১২ নভেম্বর: আজ ভোর রাতে কাঁচরাপাড়া ব্যবসায়ী সমিতির ৩ নং ইউনিটের সভাপতি গোপাল পাল অত্যন্ত শ্বাসকষ্টে ভুগছিলেন। পরবর্তীতে তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে আইসিইউতে রাখা হয় এবং শ্বাসকষ্টের জন্য অক্সিজেন পরিষেবা চালনা করা হয়। কিন্তু আজ ভোর রাতের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গোপাল পাল ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাকাল থেকেই এই সমিতির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন সময়ে তিনি ব্যবসায়ী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন প্রথম সারির একজন নেতা। কাঁচরাপাড়া লেলিন সরণিতে তাঁর ফার্নিচারের দোকান রয়েছে। তিনি অত্যন্ত সুপরিচিত ছিলেন। বাগমোড় বাজার অঞ্চলের বাসিন্দা তিনি। তাঁর মৃত্যুতে ব্যবসায়ী মহল শোকগ্রস্ত।
৩ নং ইউনিটের সম্পাদক গোপাল দাস জানান,এই করোনাকালীন পরিস্থিতিতে ব্যবসায়ীরা খুবই বিপর্যয়কর পরিস্থিতিতে রয়েছে। তাতে ব্যবসা যথাযথভাবে চলছে না। এই মুহূর্তে গোপাল দা’র মত একজন নেতাকে হারানো আমাদের কাছে যে কি মর্মান্তিক এবং শোকাবহ এটা বলে বোঝানো যাবে না। আমরা তাঁর শেষকৃত্যের বিষয়ে আলোচনা করছি।
তবে তিনি বলেন, হাসপাতাল সূত্রে জানা গেছে বডি পরিবারবর্গের হাতে দেওয়া হবে না। দাহকার্যের ব্যবস্থা হাসপাতাল সূত্রেই করা হবে।
জানা গেছে,তারা হরিসভায় একটি মিটিং করবেন, ব্যবসায়ীদের নিয়ে একটি আলোচনা করবেন এবং তাঁর শেষকৃত্য যেন সম্মানজনক ভাবে সম্পন্ন হয় সেই দিকে নজর রাখবেন।
গোপাল দাস জানান, প্রয়াত গোপাল বাবুর শোকাহত পরিবারকে ব্যবসায়ীদের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছেন।