অবতক খবর, সাজ্জাদ হোসেন আহমেদ, কোচবিহার : শীতলকুচি ব্লক প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তৎপরতায় সারা ব্লকজুড়ে ধারাবাহিকভাবে কোভিড-১৯ সংক্রমণ নির্ণয়ে লালা রস সংগ্রহ অভিযান চলছে। আজ মঙ্গলবার শীতলকুচি সুপার মার্কেট কমপ্লেক্সে বিশেষ অভিযান চালিয়ে ১২১ জনের রেপিড এন্টিজেন টেস্ট ও ৫২ জনের ভিটিএম টেস্ট করা হয়।
শীতলকুচি ব্লক প্রশাসনের তরফে পুলক চন্দ্র বর্মন এবং কমিউনিটি হেলথ অফিসার কানন রায় জানান, যদিও আজকের লালারস পরীক্ষায় কোন করোনা পজিটিভ ধরা পড়েনি। তবে শীতলকুচি ব্লকে এযাবত ২৩ জন করোনা পজিটিভ ব্যাক্তি ১৪দিনের হোম কোয়ারান্টিনে রয়েছেন।
প্রশাসনের তরফে জানা যায়, প্রায় প্রতিদিন তাদের করোনা সংক্রমণ প্রতিরোধ সতর্কতায় লালা রস সংগ্রহ অভিযান চলছে। শীতলকুচি থানার পুলিশ, স্বাস্থ্যকর্মী এবং ব্লক ডেভেলপমেন্ট অফিস কর্তৃপক্ষ সকলেই সম্মিলিতভাবে এই অফিযানে সক্রিয় অংশগ্রহণ করছেন।