অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া :- নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সীর দুটো চিঠিকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর হাওড়ায়। আজ বিকেলে সুব্রত বক্সীর সই করা একটি চিঠি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যদিও জেলা তৃণমূল নেতৃত্ব এ নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানায়নি।
মঙ্গলবার বিকেলে তৃণমূল কংগ্রেসের প্যাডে সুব্রত বক্সীর সই করা একটি চিঠি ভাইরাল হয়। এই চিঠির কপি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে যায় রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় এর কাছেও। ওই চিঠিতে তৃণমূলের সভাপতি রাজ্য নির্বাচন কমিশনার কে লেখেন তিনি দলের পক্ষ থেকে সমস্ত জেলা সভাপতিদের ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন পরিচালনার দায়িত্ব দিচ্ছেন। সেই জেলা সভাপতিদের নামের তালিকায় অরূপ রায় এর নাম রয়েছে। তা নিয়েই দানা বেঁধেছে বিতর্ক। কিছুদিন আগে সমবায় মন্ত্রী অরূপ রায় কে হাওড়া সদরের তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে চেয়ারম্যান করা হয়। নতুন সভাপতির দায়িত্ব দেয়া হয় ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা কে।
যদিও নতুন জেলা সভাপতির রাজনৈতিক কর্মকাণ্ড তারপর থেকে প্রায় নেই বললেই চলে। বেশিরভাগ সময়ে তিনি ব্যস্ত থাকেন ক্রিকেট কমেন্টারি অথবা গানের অনুষ্ঠানে। সম্প্রতি পিকে অরূপ রায় এর বাড়িতে আসেন। এর পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে ঘণ্টা দেড়েকের আলোচনা হয়। জেলার রাজনৈতিক মহলে গুঞ্জন ওঠে অরূপ রায় কে ফের সদরের সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে। আজকের চিঠিতে জল্পনা আরও উসকে দেয়। যদিও মন্ত্রী অরূপ রায় এ ব্যাপারে বলেন, তাকে দলের তরফে কোন কিছু জানানো হয়নি। প্রিয় সামাজিক মাধ্যম এই বিষয়টি জেনেছেন। তবে ভোটার তালিকা সংশোধন ও অন্যান্য দলীয় কাজে তিনি সক্রিয় থাকবেন কিভাবে।
এদিকে সন্ধ্যে হতেই তৃণমূল ভবন থেকে সুব্রত বক্সীর সই করা অন্য একটি চিঠি প্রকাশিত হয়। সেই চিঠি ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় দ্রুত। সেই চিঠিতে অবশ্যই উল্লেখ আছে ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে পুরুলিয়ায় গুরুপদ টুডু এবং হাওড়ায় জেলা সদরের সভাপতি লক্ষ্মীরতন শুক্লার হাতে।এ প্রসঙ্গে হাওড়া সদর তৃণমূলের মুখপাত্র বৈশালী ডালমিয়া জানান, দলের তরফে জানানো হয়েছে লক্ষ্মীরতন শুক্লার জায়গায় অরূপ রায় নাম টাইপে ভুলবশত চলে আসে। পরে সেটি ঠিক করে দেওয়া হয়। দলের কিছু দুষ্টু লোক পুরনো চিঠি ভাইরাল করার কারণে বিভ্রান্তি ছড়িয়েছে।