একটি শব্দের কারণে পুলিশের নজরে ভারাভারা রাও। বর্তমান সময়ে ভারতবর্ষের লড়াকু মানুষের অন্যতম কবি।একটি শব্দের কারণে জেলখানায় অসংখ্য আরো বন্দী।
কি এই শব্দ? শব্দটি রাষ্ট্রকে করছে ক্রমাগত জব্দ!

একটি শব্দ
তমাল সাহা

একটি শব্দ পাখির মতো
উড়ে বেড়ায়
একটি শব্দ মেঘের মতো
ভেসে বেড়ায়।
একটি শব্দ আকাশের গায়ে
তারা হয়ে নাচে,
একটি শব্দের আঁচে
কারা যেন জীবন দিয়ে বাঁচে।

একটি শব্দ পাহাড় ফুঁড়ে
বেরিয়ে আসে যেন নদী।
রাষ্ট্র বলে, শব্দটিকে হায়!
গ্ৰেপ্তার করা যেত যদি।

রাষ্ট্রের কত মিলিটারি,কত কনভয়!
একটি শব্দের কাছে রাষ্ট্র
হাঁটুমুড়ে নতজানু, ভয়ানক তার ভয়।

শব্দটিকে রাষ্ট্র খুঁজে ফেরে,
শব্দটিকে খুঁজে খুঁজে হন‍্যে।
শব্দটিতে তোমার একান্ত অধিকার,
শব্দটি শুধু তোমারই জন্যে।

শব্দটি থাকে বুকের ভিতর,
শব্দটি বাসা বাঁধে মস্তিষ্কে,মাথায়।
শব্দটি অক্ষর হয়ে
অস্ত্র আগুন নিয়ে খেলা করে
বইয়ের পাতায়।

কান পাতো কান পাতো,
শোনো শব্দটির দূরাগত পায়ের শব্দ,
সে এক দুরন্ত কুচকাওয়াজ। গ্রিনহান্ট,কোব্রা,স্করপিয়ন—
চলছে কুম্বিং অপারেশন,
নাইট ভিশন সার্চ।
তুড়ি মেরে শব্দটি হেঁটে যায়…
অরণ্য পাহাড় মাথাউঁচু করে দাঁড়ায়
বাতাস বলে, লংমার্চ! লংমার্চ!

শব্দটি আর ব‍্যক্তিবিশেষ নয়,
আন্তর্জাতিক—
বিছন হয়ে ছড়ায় গ্রামকে গ্রাম।
লুটে খাওয়ার বিরুদ্ধে
খেটে খাওয়া মানুষের দুর্ধর্ষ সংগ্রাম।

শব্দটিকে
লাখো লাখো লাল সেলাম!