অবতক খবর , সম্পা ভট্টাচার্য্য , জলপাইগুড়ি :- দীর্ঘসময় ধরে রেডব্যাঙ্ক চাবাগান থেকে আমবাড়ি চাবাগানগামী রাজ্য সড়ক অবরোধ করে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকল শাবকসহ ৮ টি হাতির একটি দল। বৃহস্পতিবার বিকেলে রেডব্যাংক চাবাগান হয়ে আমবাড়ি চাবাগান ও চামুর্চি যাবার রাজ্য সড়কটি হাতির দল অবরোধ করে রাখায় বিপাকে পড়েন বেশকিছু পথযাত্রী।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যার দিকেও শাবক সহ ১৫-২০ টি হাতির একটি দল রেডব্যাঙ্ক চা বাগান সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটিয়েছিল। এদিন ফের রেডব্যাঙ্ক আমবাড়ি রোডে হাতির দল দাঁড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন পথ চলতি সাধারণ মানুষ। রেডব্যাঙ্ক চা বাগান এলাকায় দীর্ঘদিন ধরেই প্রায় ৫০ টি হাতির একটি দল আশ্রয় নিয়েছে।
প্রতিদিনই দলের হাতিগুলি ছোট ছোট দলে বিভক্ত হয়ে সন্ধ্যার দিকে বিভিন্ন বাগানের দিকে চলে যাচ্ছে এবং ভোরের দিকে দলগুলি ফের রেডব্যাঙ্ক চা বাগানে ফিরে আসছে।
এর ফলে ঐ পথ দিয়ে যাতায়তকারী সাধারণ মানুষ ভীত হয়ে পড়েছেন, কারণ যে কোনো সময়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতেই পারে। এলাকার বাসিন্দারা চাইছেন হাতির দলটিকে তাড়িয়ে অন্য কোথাও নিয়ে যাবার ব্যবস্থা করুক বনকর্মীরা।