অবতক খবর , সংবাদদাতা , লালবাগ :- ভারাক্রান্ত মনে লালবাগ মহাকুমার পুলিশ আধিকারিক বরুণ বৈদ্যকে সম্বর্ধনা দিয়ে বিদায় জানালেন বান্ধব সমিতি ও লালবাগ মহকুমা ক্রীড়া সংস্থা।
মহকুমা পুলিশ আধিকারিক বরুন বৈদ্য , লালবাগ থেকে বদলি হয়েছেন হলদিয়ায় , বরুন বাবুর বদলির খবর শুনে ভীষণভাবে মর্মাহত খেলাধুলো জগতের সঙ্গে যুক্ত লালবাগের মানুষ।
বান্ধব সমিতির ময়দানে খুব সাধারণ ভাবেই সাদামাটা বিদায়ী অনুষ্ঠানে SDPO বরুণ বৈদ্যের অবদানের স্মৃতিচারণ করেন সুমন সরকার , গোলাম মোমিন , পার্থ বণিক এবং বৈকুন্ঠ মন্ডল সহ অন্যান্যরা।
স্বয়ং বরুণ বৈদ্য তার বক্তব্যে বলেন , লালবাগ এবং আস্তাবল মাঠকে ভীষণভাবে মিস করবেন তিনি।উল্লেখ্য ২০১৭ সালে লালবাগ মহাকুমার পুলিশ অফিসার হিসেবে এইখানে যোগদান করেন বরুণ বৈদ্য ,এসেই তিনি স্থানীয় ফুটবল আগ্রহী সিভিকদের নিয়ে একটি পুলিশ টিম তৈরি করে ফেলেন।
তার উদ্যোগেই গঠন হয় দীর্ঘদিন ধরে পড়ে থাকা লালবাগ sub-division স্পোর্টস এসোসিয়েশন। মহকুমা শাসক তোপদেম লামার ইচ্ছে ছিল এই মহাকুমায় একটি স্পোর্টস এসোসিয়েশন গঠনের কিন্তু বারে বারে উদ্যোগ নিয়েও গঠন করা যাচ্ছিল না কিন্তু বরুণ বৈদ্য আসতেই তিনি উদ্যোগী হন ও সাব জেলার দেবাশীষ প্রামাণিক কে সঙ্গে নিয়ে তিন প্রশাসনিক আধিকারিক উদ্যোগী হয়ে গঠন করে ফেলেন লালবাগ মহকুমা ক্রীড়া সংস্থা।
স্থানীয় ক্রীড়াপ্রেমী ফুটবল প্লেয়ার সুমন সরকার , পার্থ বনিক , গোলাম মোমিন , বৈকুন্ঠ মন্ডল , চঞ্চল বিশ্বাস ,তারকব্রহ্ম মুখার্জি ,লুৎফুল হক ,খালেক , চন্দন রাম সহ শহরের বিশিষ্ট ক্রীড়া প্রেমীদের নিয়ে শুরু হয় ফুটবল কে নিয়ে নাড়াচাড়া।
২০১৭ তেই সাফল্য আসে ফুটবলে। সাব ডিভিশন ফুটবল লীগে প্রধম বার রানারস হয় মুর্শিদাবাদ পুলিশ টিম।২০১৮ তে লালবাগ মহকুমা ক্রীড়া সংস্থা কর্তৃক সাব ডিভিশন ফুটবল লীগে বিজয়ী হয় মুর্শিদাবাদ পুলিশ টিম এবং ২০১৯ এ নবাব কাপ ছিনিয়ে নেয় মুর্শিদাবাদে এই পুলিশ টিম । ঐ বছরেই জেলার লীগের সমস্ত টিমকে হারিয়ে মুর্শিদাবাদ জিলা লীগ ছিনিয়ে নেয় , মুর্শিদাবাদ পুলিশ টিম।
এসডিপিও বরুণ বৈদ্যের অবদানকে স্মৃতিচারণ করে তাকে জার্সি , মোমেন্টো ও ফটো অ্যালবাম ও ফুলের তোড়া দিয়ে সম্মান জানান লালবাগ মহকুমা ক্রীড়া সংস্থা ও বান্ধব সমিতির সদরস্যগণ ।