অবতক খবর , সম্পা ভট্টাচার্য , জলপাইগুড়ি :- বুনো হাতির উপস্থিতিতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়লো রাজ্য সড়ক। বুধবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থেকে হাঁতিপোতার সংযোগকারী রাজ্যসড়কে কার্তিকা চাবাগান এলাকায়।
এদিন বিকেলে বক্সা জঙ্গল থেকে শাবকসহ প্রায় ২৫ টি হাতির একটি দল রাজ্য সড়কে চলে আসে। হাতির দলটি প্রায় এক ঘণ্টা ধরে জাতীয় সড়কের ওপর ঘোরাঘুরি করে। ফলে শামুকতলা থেকে হাঁতিপোতা রাজ্যসড়কে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়।
দুপাশে প্রচুর যানবাহন আটকে পড়ে । ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা পৌছায়। প্রায় একঘণ্টা রাজ্য সড়কের ওপর ঘোরাঘুরি করার পর হাতির দলটি নিজে থেকেই জঙ্গলে ঢুকে যায়। এরপর যান চলাচল স্বাভাবিক হয় ।