অবতক খবর, শঙ্কর ঘোষ, লালবাগ ::  কেন্দ্র সরকারের কৃষক বিরোধী ও শ্রমিক বিরোধী নীতির ও খেটে খাওয়া মানুষের বিরোধী অর্থনীতির প্রতিবাদে এবং 7 দফা দাবি নিয়ে সারা দেশব্যাপী ডাকা দশটি শ্রমিক সংগঠনের হরতাল আজ সকাল থেকেই বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে। বন্ধের সমর্থনে CITU, SUCI র পাশাপাশি বিভিন্ন ট্রেড ইউনিয়ন এর নেতৃত্ব এবং বামপন্থীরা ও কংগ্রেসিরা রাস্তায় নেমে গ্রামেগঞ্জে বিভিন্ন এলাকায় মিছিল করে।

বিজেপির নীতির বিরুদ্ধে ডাকা দেশব্যাপী হরতাল শামিল হয়েছে এসইউসিআই ,বামপন্থীরা , কংগ্রেস এবং সমস্ত বিজেপি ও তৃণমূল বিরোধী দল। মুর্শিদাবাদ জেলা লালবাগে বিভিন্ন জায়গায় রাস্তায় নামেন বন্দ সমর্থকরা তারা দোকানদার সহ বিভিন্ন ব্যবসা বাণিজ্য কেন্দ্রের মালিকদের কাছে আহ্বান জানান দোকানপাট বন্ধ রেখে এই ধর্মঘট সফল করার।

অন্য দিকে বিজেপির এই ভ্রান্ত অর্থনীতির প্রতিবাদে তৃণমূল সরব হলেও তারা এই বন্ধ কে সমর্থন জানায় নি। তৃণমূলের ট্রেড ইউনিয়ন নেত্রী দোলা সেন জানান তারা কেন্দ্রের এই সময় বিরোধী ও কৃষি বিরোধী , কৃষক বিরোধী অর্থনীতির প্রতিবাদে থাকলেও কর্মনাশা বন্ধের পক্ষে তারা হাটেন না তাদের দলের এটা নিতি। তিনি আরো বলেন বন্ধ আন্দোলনের শেষ হাতিয়ার তাই একেবারে শেষ হাতিয়ার এ না গিয়ে ধাপে ধাপে বিজেপির বিরুদ্ধে সরব হয়ে তাদেরকে বাধ্য করায় তৃণমূলের উদ্দেশ্য।

মুর্শিদাবাদের লালবাগ শহরের নিমতলা মোড় থেকে পাঁচরাহা বাজার হয়ে আস্তাবল ট্রাফিক মোড় হয়ে বামপন্থী কংগ্রেসী CITU, SUCI , ফরওয়ার্ড ব্লক সহ অন্যান্য ট্রেড ইউনিয়নের নেতা কর্মীরা সারা শহর পরিক্রমা করে এবং বিজেপির এই কৃষক ও শ্রম বিরোধী নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ লড়াইয়ে শামিল হওয়ার ডাক দেয়। শহরের কয়েকটি দোকান স্বতঃস্ফূর্তভাবে বন্ধ থাকলেও বেশিরভাগ দোকানপাট বাজার হাট সবটাই খোলা ছিল।