অবতক খবর , সৌরভ নস্কর দক্ষিণ 24 পরগনা :- গিলারছাট হাসপাতাল কে কেন্দ্র করে বিক্ষোভ কর্মসূচি বিডিও অফিসের সামনে। আজ দুপুর দুটো দুটো ত্রিশ মিনিট থেকে প্রায় দু’ঘণ্টা মথরাপুর দু’নম্বর ব্লকের রায়দিঘি থানার অন্তর্গত রাধাকান্তপুর অঞ্চলে কোম্পানির ঠেক বিডিও অফিসের সামনে রাস্তা অবরোধ করে চলে এই বিক্ষোভ কর্মসূচি।

 

এই বিক্ষোভ কর্মসূচিতে প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীরা জানান- রাধাকান্তপুর অঞ্চলে ডঃ বিধান চন্দ্র রায়ের আমলের হাসপাতালে বিল্ডিং নির্মাণ হয় , তারপর প্রফুল্ল সেনের আমলে ১৯৬২ সালে এই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শুরু হয়। কুড়িটা বছর মোটামুটি ভালোভাবেই চললেও হঠাৎ বন্ধ হয়ে যায় এই পরিষেবা।

এরপরই কিছু স্থানীয় সুবুদ্ধি সম্পন্ন মানুষরা এগিয়ে আসেন এবং জনস্বার্থে দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য বাঁচাও কমিটি তৈরি করেন। স্বাস্থ্য বাঁচাও কমিটির উদ্যোগে নতুন বিল্ডিং তৈরি করে স্বাস্থ্য পরিষেবা পুনরায় চালু করার জন্য ডায়মন্ড হারবারের সিএমএইচ কে বিভিন্ন ডেপুটেশন দেওয়া পর নতুন বিল্ডিং তৈরি হওয়ার পরও স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে যায় ।

তারপর আবার ডেপুটেশন দেওয়া হয় এবং জনসাধারণের জন্য দশটি বেড আসে। প্রতিশ্রুতি দেয়া হয়েছিল দুজন ডাক্তার ও নার্স সহ চিকিৎসা সরঞ্জাম পাঠানো হবে কিন্তু আজও তা সম্ভব হয়নি তার ই জন্য আজ এই জনবিক্ষোভ।

এই বিক্ষোভ রুখতে রায়দিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে। এইদিন বিডিও অফিসে ১০দফা দাবিতে ডেপুটেশন জমা করা হয়।