অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- বিশ্বে ফুটবলের রাজপুত্র নামে মানুষ ভালবাসতেন আর্জেন্টিনার ডিয়াগো মারাদোনাকে। 86 র বিশ্বকাপ ,ফুটবলের ঐতিহাসিক দিন।

ফুটবল জগতকে দুটি ভাগে ভাগ করে দিয়েছিলেন ফুটবলের রাজপুত্র দিয়াগো মারাদোনা। ফুটবল মানে সকলে জানতো ব্রাজিল কিন্তু রাজপুত্রের বাঁ পায়ের ভেলকিতে গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের তার দিকে আকর্ষণ বাড়িয়ে নিয়েছিলেন। বাঙালির প্রিয় খেলা ফুটবল , ফুটবল দেখতে ভালোবাসেন না এমন বাঙালি খুবই কম পাওয়া যাবে। তাই মধ্যরাত্রে ফুটবলের রাজপুত্র অকাল প্রয়ানের খবর আসতেই বিষন্ন হয়ে ওঠে ছিল প্রতিটা বাঙালির মন।

মন থেকে মেনে নিতে পারছিলেন না কেউ। ফুটবল খেলা মানে মারাদোনার 10 নম্বর জার্সি। এগুলো যে ভোলার জিনিস নয় সেটা প্রমাণ করলো বাঙালিরা।  “খাগড়া ক্রীড়া প্রেমী মঞ্চ “ ফুটবলের রাজপুত্র কে শ্রদ্ধা জানাতে ,খাগড়া এলাকা হতে বহরমপুরের রাস্তা দিয়ে একটি মোমবাতি মিছিল বের করলেন।

বহু ক্রীড়াপ্রেমী এই মিছিলে পা মেলান , তাদের বক্তব্য এইরকম একটা নক্ষত্র চলে যাওয়াতে তারা শোকস্তব্ধ তবে ফুটবল যতদিন থাকবে মারাদোনা তাদের মনে থাকবে। তাদের পক্ষ থেকে মারাদোনার পরিবারকে সমবেদনা জানানো হয় ।