অবতক খবর, সংবাদদাতা , উত্তর দিনাজপুর :: জল ধরো জল ভরো প্রকল্প, সামাজিক মৎস্য চাষ প্রকল্প, এবং নিবিড় মৎস্য চাষ প্রকল্প এর অধীনে পশ্চিমবঙ্গ মৎস পালন বিভাগের পক্ষ থেকে সরকারি সহায়তা প্রদান শুরু করল প্রশাসন। 72 জন মাছ চাষী কে উত্তর দিনাজপুর জেলা পরিষদ এবং উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় 1000 করে মাছের পোনা ও চুন প্রদান করা হয়।মৎস্ দফতরের আধিকারিক সত্যজিৎ দাস জানান ইসলামপুর ব্লক এর প্রায় 500 মাছ চাষী আবেদন করেছিলেন তার মধ্যে তিনটি প্রকল্প মিলিয়ে এখনো পর্যন্ত মোট 144 জন বেনেফিশিয়ারির ধন্য চারাপোনা বরাদ্দ হয়েছে।

আগামীতে সরকারি উদ্যোগে মাছচাষিদের কে মাছের খাবার ও প্রদান করা হবে। একজন মাছ চাষী জানান যে ১০ কিলো করে তারা মাছের ছাড়া পেয়েছেন নিজস্ব পুকুরে এই মাছ চাষ করে তিনিভালোই আয়করতেপারবেন। তিনি সরকারের আইউদ্যাগ কে স্বাগত জানান।