অবতক খবর,২৭ নভেম্বর: কাঁচরাপাড়া একটি ব্যস্ত শহর। ব্যাবসার অন্যতম স্থান কাঁচরাপাড়া। সকাল থেকে রাত পর্যন্ত তুমুল ব্যস্ততা এই শহরে। যে যার কাজে ব্যস্ত। দূর-দূরান্ত থেকে ক্রেতা-বিক্রেতারা আসেন এই শহরে। কেনা-বেচা করে আবার ফিরেও যান। ফলে এই শহরের চারিদিকে কি ঘটছে তা দেখার এতটুকু সময় নেই কারোর।
আর এই শহরেই মানুষের চোখে ধুলো দিয়ে চলছে মাটি পাচার। আজ সকাল থেকেই দেখা গেল ডাম্পারে করে মাটি যাচ্ছে এই শহরের প্রধান সড়ক দিয়ে। দিনের শুরু থেকেই দেখা যায় একের পর এক ডাম্পার নিয়ে যাচ্ছে মাটি। কিন্তু যখন এটি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে তখন তা মানুষের চোখে পড়ে। আর চোখে পড়বে নাই বা কেন! একের পর এক মাটি বোঝাই ডাম্পার যাতায়াতের ফলে মানুষের চোখে পড়ছে ধুলো। শুধু তাই নয়,এই ডাম্পারের মাটি পড়ছে রাস্তায়,আর থেকে উড়ে প্রবেশ করছে দোকানে।
দোকানের জামাকাপড় ও অন্যান্য জিনিসপত্রে মাটির প্রলেপ পড়ে যাচ্ছে। আর এই নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন। আর এই খবর যায় বীজপুর পুলিশ প্রশাসনের কাছে। আজই রাত নটা নাগাদ বীজপুর পুলিশ আটক করে একটি মাটি বোঝাই ডাম্পার। সেই সঙ্গে আটক করা হয় ড্রাইভার ও খালাসিকে। জানা গেছে,বাগমোড় সংলগ্ন একটি ইটভাটায় এই মাটি যাচ্ছিল,যার বৈধ কোন নথিপত্র তারা দেখাতে পারেনি।