অবতক খবর , শিব সংকর , বালুরঘাট :- ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি আলী হোসেন। আজ বালুরঘাট বিজেপির সদর দপ্তরে সাংবাদিকের মুখোমুখি হয়ে জানান , গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভার দারাল হাট সংখ্যালঘু মোর্চার তরফ থেকে কৃষি আইন সমর্থনে একটি বিশাল জনসভা ছিল।

সেখানে তৃণমূল থেকে আসা এবং অন্যান্য পার্টি থেকে আসা প্রায় 200 টিরও বেশি পরিবার বিজেপিতে যোগদান করে। তিনি এও জানান বেশ কিছুদিন আগে হাওড়া জেলায় আমতায় কয়েক হাজার সংখ্যালঘু কর্মী ভারতীয় জনতা পার্টির মাইনোরিটি সেল এর ছত্রছায়ায় যোগদান করে।

আগামী বিধানসভা কে পাখির চোখ করে সমস্ত সংখ্যালঘুদের এক ছাদের তলায় আনার ক্ষেত্রে জেলায় জেলায় এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিজেপি সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি।

যদিও গত কালকের শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়ার বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন।সম্পূর্ণটাই শুভেন্দু অধিকারী নিজস্ব ব্যক্তিগত ব্যাপার।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাই শুভেন্দু অধিকারীর বিষয়টি দেখছেন কিন্তু ব্যক্তিগতভাবে তিনি চাইবেন শুভেন্দু অধিকারী দলে যোগ দিন।