অবতক খবর , রাজ্ , হাওড়া :- দেশের মধ্যে যেখানে দিল্লি ও পাঞ্জাব সীমান্তে কেন্দ্রীয় কৃষি বিলের বিরুদ্ধে যখন কৃষক বিক্ষোভ চলছে।
তারই মধ্যে হাওড়ার উলুবেড়িয়া তে আমফান ঝড়ের ত্রাণ বিলি ও রেশনে শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের সমর্থনে বিজেপির সাইকেল র্যালী অনুষ্ঠিত হলো।
আজ উলুবেড়িয়া থেকে র্যালী শুরু হয়ে মনসাতলা, রানিহাটি, মানিকপীর – ১০ নং পুল হয়ে নতুন ভাটা, গঙ্গারামপুর মোড় ঘুরে উলুবেড়িয়া SDO অফিসে এসে শেষ হয় এই সাইকেল র্যালী।
হাওড়ার গ্রামীন জেলা তফশীলি মোর্চার ডাকে এই সাইকেল র্যালীতে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী সুজাতা খাঁ ও বিজেপির হাওড়ার হুগলীর কনভেনর অনুপম মল্লিক। প্রায় ৪০ কিমি সাইকেল মিছিলে অংশ নেয় বহু বিজেপি কমী।
বিজেপি মহিলা মোর্চার নেত্রী সুজাতা খাঁ রাজ্যের নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন অন্য রাজ্যে তুলনায় এ রাজ্যে নারী ধর্ষণ এবং নারীদের প্রতি অত্যাচার বেশি। তাই তারা পথে নেমে আন্দোলন করছেন।