অবতক খবর , সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- হলদিয়া বন্দর শহর ভেঙ্গে পড়েছে কারণ এখানে কাটমানি ও সিন্ডিকেটের রাজত্ব চলছে বলে মন্তব্য বিজেপি নেত্রী ভারতী ঘোষের। বিজেপি যুব মোর্চার ডাকে হলদিয়াতে এক পদ যাত্রা হয় গিরিশ মোড় থেকে সিপিটি মার্কেট পর্যন্ত।
এই পদযাত্রায় যোগ দিয়ে ভারতী ঘোষ আরো বলেন হলদিয়াতে বিগত কয়েক বছরে কোনো শিল্প আসেনি বরং বন্ধ হয়ে গেছে বেশ কিছু। আর যে কটি শিল্প আছে তার গেটের সামনে তৃণমূলের পার্টি অফিস তৈরি হয়েছে। আর তারই ঠিক করে দিচ্ছি কে ঐ কারখানায় কাজ করবে। শ্রমিকদের কাছ থেকেও কাটমানি নেওয়া হচ্ছে। প্রতি বছর এখানে শিল্প মেলা হচ্ছে কিন্তু নতুন শিল্প এখানে আসেনি।
ঘরে ঘরে সরকার কর্মসূচি না করে আগে দলটা ঠিক করুন মমতাকে কটাক্ষ বিজেপি নেত্রী ভারতী ঘোষের। মঙ্গলবার হলদিয়াতে বিজেপি যুব মোর্চার ডাকে পদযাত্রায় যোগ দিয়ে ভারতী ঘোষ বলেন, ঘরে ঘরে সরকার না করে দলটা ঠিক করুন দলটাই ভেঙ্গে যাচ্ছে। খন্ড খন্ড হয়ে যাচ্ছে দলটা এক মাস পরে দূরবীন দিয়ে দেখতে হবে। ঘরে ঘরে কারা যাবে কোভিডের সময় কিংবা আমফানের সময় কারা গিয়েছিলো কোনো নেতা মন্ত্রীকে দেখা যায় নি।