অবতক খবর , অভিষেক দাস , মালদা :- বিজেপির অনুষ্ঠানে যেতে বাধা দেওয়ার হুমকির অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। এমনটাই অভিযোগ করলেন মালদা জেলা বিজেপির সম্পাদক দীপঙ্কর রাম। অভিযোগ অস্বীকার জেলা পরিষদ কৃষি কর্মাধ্যক্ষের।
নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক পারদ ততটাই চড়ছে। এই বাংলা থেকে শাসকদল তৃণমূল কে উৎখাত করতে কোমর বেঁধে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে বিজেপি। এইদিন একুশের নির্বাচনকে সামনে রেখে মালদার চাচোল ২ নং ব্লকের গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতের আলাদিপুর প্রাথমিক বিদ্যালয় বিজেপি যুব মোর্চার উদ্যোগে একটি যোগ দান পর্ব অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
এই যোগদান পর্ব ওই গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকার প্রায় শতাধিকের উপর সংখ্যালঘু সম্প্রদায় পরিবারের সদস্যরা যোগদান করার কথা কিন্তু অভিযোগ সেখানে নাকি তৃণমূলের গুণ্ডাবাহিনীরা যোগদানকারীদের বাড়িতে গিয়ে হুমকি দেয় যে বিজেপি তে যদি যোগদান করে , তাহলে তাদেরকে গ্রামের ঢুকতে দিবে না । আজ সেই যোগদান অনুষ্ঠানে মাত্র কুড়ি সংখ্যালঘু পরিবারের সদস্যরা বিজেপিতে যোগদান করেন। সেখানে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেয় মালদা জেলা বিজেপির সম্পাদক দীপঙ্কর রাম।
এদিনের এই যোগদান বিজেপির জেলার সম্পাদক দীপঙ্কর অভিযোগ করে বলেন যে, আমাদের এই যোগদান অনুষ্ঠানে শতাধিকেরও বেশি এই সংখ্যালঘু সমপ্রদায়ের মানুষের উপস্থিতি হওয়ার কথা ছিল। কিন্তু তৃণমূলের গুন্ডা বাহিনী পুলিশের সাহায্য নিয়ে মানুষজনকে ভয় দেখাই যে তারা যদি এই যোগ দান শিবিরে উপস্থিত হয় তাহলে তাদের মামলায় ফাঁসানো হবে।যদিও বিজেপির এই অভিযোগকে পুরোপুরি মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ এটিএম রফিকুল হোসেন ।