অবতক খবর,৪ ডিসেম্বর: আজ কাঁচরাপাড়া বাগমোড় অঞ্চলে “দাদার অনুগামী” পোস্টার দেখা গেল। এই নিয়ে কাঁচরাপাড়ায় বেশ আলোড়ন পড়ে গিয়েছে। বোঝা যাচ্ছে, তৃণমূল দলের অভ্যন্তরে দাদার অনুগামীর সংখ্যাও বাড়ছে,তারা ধীরে ধীরে তাদের লাইমলাইটে আনার চেষ্টা করছেন।
ইতিমধ্যে নৈহাটি অঞ্চলেও দাদার অনুগামী পোস্টার পড়েছে, এই নিয়ে শোরগোল উঠেছিল। ক্রমাগত তৃণমূল দলে যে আভ্যন্তরীণ একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে তা বোঝা যাচ্ছে। ফলত আসন্ন নির্বাচন একটা অন্যমাত্রা পাচ্ছে।
অন্যদিকে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি নিয়ে জনগণের মধ্যে সাড়া পড়ে গিয়েছে। তারা স্বাস্থ্য সাথীর জন্য, আবেদনপত্র জমা দিচ্ছেন ঠিকই, কিন্তু স্বাস্থ্য রক্ষার জন্য ৫ লক্ষ করে টাকা দেওয়া সম্ভব কিনা এই নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তবে সরকারের এই পদক্ষেপে খুশি জনগণ।
এইরকম একটা পরিস্থিতিতে এই অঞ্চলে দাদার অনুগামী বলে পোস্টার পড়ায় আরও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।