অবতক খবর , অভিষেক দাস,মালদা: – মালদার ঐতিহ্য গম্ভীরা গানের মাধ্যমে মানুষকে সচেতন করতে “দুয়ারে সরকার” প্রচার শুরু করলো গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দুয়ারে সরকার প্রকল্পের পরিষেবার কাজ শুরু হয়।

 

আজ সকাল থেকেই গয়েশবাড়ি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সংশ্লিষ্ট এলাকার বহু মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা পেতে ভীড় করেন । উপস্থিত ছিলেন গয়েশ বাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান নাইমা খাতুন , স্থানীয় তৃণমূল নেতা মিরাজুল বসনি , প্রাক্তন সদস্য আবু সুফিয়ান, সফিকুল আলম প্রমূখ।

দুয়ারের সরকার পরিষেবার মাধ্যমে এদিন স্বাস্থ্যসাথী , কন্যাশ্রী,  রূপশ্রী সহ মোট আটটি প্রকল্পের ফ্রম দেওয়ার কাজ শুরু করা হয়। বিভিন্ন পরিষেবা পেতে বহু মানুষকে এতদিন নানা সমস্যায় পড়তে হচ্ছিল ।

এদিন এই শিবিরে গম্ভীরা গানের প্রচারের মাধ্যমে সমস্যা সমাধানের কথা তুলে ধরা হয়।