মাটি ছাড়া কি আছে তোমার আমার এই যাপিত জীবনে! কৃষকের লাঙলের ফলায় শ্রমে ঘামে মাটি নেচে ওঠে শস্যের গানে।
হে মৃত্তিকা
তমাল সাহা
হে মৃত্তিকা!
মাটি মা আমার
প্রতিদিন দেখি তোমার রূপময়ী রূপ
কত সব ঘাস বিস্তীর্ণ প্রান্তর নদী অরণ্য পাহাড় বুকে শুয়ে আছো
কী বিচিত্র বাহার তোমার
রৌদ্রালি আকাশের নিচে,
জ্যোৎস্না ছড়ায় তোমার
মুখের উপর।
জীবন বহমান খেলিতেছে,খেলিবে চিরকাল তোমার শরীরের উপর
শস্যের গানে ভাসিয়া যাইবে তোমার হৃদয়
লাঙলের ফলায় বিদীর্ণ তোমার প্রাণ
কিষানের অবিরত ঘামে ভিজিতেছ তুমি
আমাদের যাপিত জীবনে তুমি একাকার।
দাহঘাটে আগুন জ্বলে, মাটির উপরে
শ্মশান কলস ভেঙে যায় কারা
মাটির গভীরে সমাধিতে অপূর্ব আশ্রয়ে
কে সুনিদ্রায় নিতেছে মাটির অন্য ঘ্রাণ
বিষাদে চিরাগটি জ্বলে,
দেখে নক্ষত্রমণ্ডল মনে হয় সেও ম্রিয়মাণ!
হে মৃত্তিকা আমার!