অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজেপি জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ। তিনি বলেন বাংলায় গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরকন্যা অভিযান করছে বিজেপি কর্মী সমর্থক রা কিন্তু বাংলায় গণতন্ত্র নাই বলেই তার মত।
বিজেপি কর্মীকে খুন করার অভিযোগে আজ বেলডাঙার মহুলা তে রাস্তা অবরোধ করে বিজেপি কর্মী সমর্থক রা। তিনি আরো জানান ভারতীয় জনতা পার্টির মিছিলে রং মেশানো জল দেওয়া হচ্ছে তৃণমূলের হয়ে কাজ করছেপুলিশ প্রশাসন আজ এই পুলিশের গুলিতে এক বিজেপি কর্মীর মৃত্যু হল।
বাংলায় মা-বোনেদের কোনো নিরাপত্তা নেই , সম্মান নেই অবিলম্বে বাংলায়৩৫৬ধারা প্রয়োজন বলেও তিনি মনে করেন।রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে পুলিশ, তৃণমূল দলের কথা শুনে পুলিশ কাজ করে চলেছে এ ব্যাপারে মমতা ব্যানার্জির সরকার পুলিশকে দিয়ে সামনে বিধানসভা ভোটের আগেই বিজেপিকে আটকানোর চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানান।
তৃণমূল সৈরাতন্ত্র চালাচ্ছে তৃণমূল মানুষকে সম্মান দিতে জানে না। বাংলার পুলিশ কে ধিক্কার জানাই।বন্ধ প্রসঙ্গে তিনি বলেন যারা মানুষের মুখে দু’মুঠো খাবার তুলে দিতে পারে না ,
এই সিপিএম কংগ্রেস তারা আবার বসছে মমতা ব্যানার্জির সরকার এই রাজনৈতিক দলগুলোকে টাকা দিয়ে আন্দোলন করানোর চেষ্টা চালাচ্ছে। আগামী দিনে বড় আন্দোলনের পথে হাঁটবে বিজেপি। সামনে বিধানসভায় বিজেপি ক্ষমতায় আসছে বলেও বিজেপি সভাপতি জানান।